Sanjay Karmakar
onrdSoeptst6l0i8g2u6i4g2f0uc0c192i75lfflttl17m84tlg062lcu7u7 ·
নিষ্পেষণে আর দূষণে খরো বায়ে বইছে তরী
এক ধরা তার গরল তাহার আর ধরা তার আজাহারী।।
কোন সে পাপের স্থলন আজি কেনই সে তার দুর্বা দল
মুসরে আজি গরল তাহে লুটিয়ে আজি ভূমের তল।।
হিংস্র ক্রুর কেনই মানুষ মান আর হুঁশের নাই রে বোধ
কপোল ভিজে বারির ধারায় হৃদ দুয়ারে জাগলো ক্রোধ।।
অনেক হলো এবার খোলো খাপ হতে ঐ অসির বাণ
টগবগিয়ে ছুটিয়ে ঘোড়া ও মেয়ে তুই দিতেই রণ।।
কালের চাকা ঘুরছে মোহে ও মেয়ে তুই আগুন জ্বালা
দাবদাহের বহ্নি দহে অগ্নি পথেই কর রে সলা।।
উত্তরণের সে পল আজি ও মেয়ে তুই বিনাশ কর
রক্ষ রিপুর ধ্বংস পণে রক্ত বীজের বংশধর।।
ও মেয়ে তুই দুর্গা কালি মহিমাতেই জাগ না ত্বরা
রক্ষ রিপুর অন্তে মায়ায় কর রে শাসন সসাগরা।।
বিঃদ্র- লেখাটি আসরের প্রিয় কবি শ্রীমতি শাহানারা মশিউর মহাশয়ার সৌজন্যে লেখা ও প্রকাশিত।