Sanjay Karmakar
Top contributor
·sopodrtneS433c38mfg587h9tmu8faf8t2112hu430u51gh
990u2975tgtm7·

আজ যে ধরা রক্ত ঝরা-রক্ত রুধির বইছে বান
নাই মমতা নাই রে মায়া নাই মননে মানব গান...।।
রক্ষ রাজে দমন পীড়ন নাইকো খানিক সুখের ছায়া
বুক ফেটে যায় আর্ত নিনাদ-বিলাপ বিধুর আজকে ধরা।।
এক পৃথিবী বোমার আঘাত বিপর্যয়ের ধ্বস্থ ছবি
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস; পূব দিশাতে ঊষার রবি...।।
অহমিকার নাই কো সীমা আগ্রাসনেই জীবন বোধ
আর দীনতা বোধ মননে ব্যাপ্তি তার ওই নাইকো রোধ...।।
প্রশান্তির ওই স্নিগ্ধ ধরা ফল্গু সে তার লোহিত আজ
দূষণ তার ঐ ধূম্র জটায় কাল কেতু আজ করছে রাজ...।।
মরছে মানুষ মরছে মনন-পুড়ছে বিবেক নিত্য হেথা
দেশ হতে দেশ প্রবাস তথা লীন হতে ঢল মানবতা...।।
উব্ধে গগন নিম্নে ভূতল শস্ত্র শোভার রসদ ভারী
প্রাণ নিতে ঢল দানব সবে মানুষ রূপী অহংকারী...।।
আর বিতানে স্নিগ্ধ শোভিত নাই ফুটে দল-পুষ্পরাজি
ঊষর সে ভূম আজ ধরাতল-চর্তুদিশায় অসুর রাজ-ই...।।
আয় রে আজি আজ দিনেতে বর্ষ শুরুর প্রারম্ভেতে
দরাজ দিলে আয় এগিয়ে; আয় রে আজি সে পণ নিতে...।।
পণ আজি নেই মানবতার-দাঁড় বেয়ে পথ উত্তরণে
প্রেম আর প্রীতির স্নিগ্ধ কায়া বিছিয়ে দিতেই এই ভুবনে।।

বি.দ্রঃ (লেখাটি আসরের প্রিয় কবি ড.শাহানারা মশিউর মহাশয়ার প্রতি উৎসর্গীকৃত)