Sanjay Karmakar
Top contributor
·rpoendoSsthm07g03t3984l11ah834lg3cl1t00m65cmclca
hc4mc60ttcct·

ঘোড়ার ডিমে তা দিতেছে কবির যত বন্ধু সকল
আর এদিকে পঙ্খীরাজের উইঠে গেল ছাল বাকল।।
লে হালুয়া শর্বতীর
খেলাম ভালই পানির ক্ষির,
এসব ভায়া হয় নি কিছুই-জানবে ছিল সব নকল।।

পরের বাড়ি যাইবেন মাঈয়া তাই করিতেছে ক্রন্দন
অঝোর ধারায় কাইন্দা মাঈয়া ছাড়তেছে তার অঙ্গন।।
ঘর পরিবার ছাইড়া দূরে-দুর শহরে নতুন জীবন
আইজ কইন্নার বিদায় বেলায় রইল তোমরার নিমন্ত্রণ।।

ঊৎরে যাব কইছে হরি স্বার্থ নিয়েই আমরা বাঁচি
দুর্যোগে কেউ পড়লো যদি আমরা ছুরি চালাই কাঁচি।।
বেইমানীতে আমরা সেরা
বোধের ঘরে লাগাই বেড়া,
ঘষাই মাজাই বেশ করে দি-কইছে কবি কাব্য রচি।।

বিলে ছিল বাল্যেতে বিবেকেতে তারপর,
জীব তারি প্রেমে মেতে হন তিনি তৎপর।
সদাশিব  সৌম্যতা ধ্যান জ্ঞানে মতি তার,
জ্ঞান তারি শীর্ষেতে জ্ঞানী তিনি পরাশর।

শেষ বিচারে কবির করে চাষা ভূষাই জিতলো রণ
ধর্ম সকল রইলো পিছে মানব তারেই পূজলো মন।।
এ সব ছেঁদো বুলিই ফাঁকা
আসল হিসাব কই রে টাকা,
এই গণিতে ভজলে গীতি-সে ধন কী আর আসবে কন!!