ভগবান রাম তব পুনঃ আগমন
শত কত বরষ পরে,
কেটে যাক তমা আলোকিত হোক দিয়া
জগতের প্রতি ঘরে ঘরে।
উথ্থান হোক মনবতা তার
অন্যায় হোক নাশ
দিগন্ত হতে বিলোপিত হোক
লোলুপ দানবো গ্রাস।
ত্রাসিত মেদিনী আজি রণ আর বাণ
নিনাদে গ্রাসিত তারি,
আজি হতে দূর দূরা্ন্তে থাক
বিদ্বেষ বিভেদতা অরি।
দিকে দিকে জন বিপথে বিজনে
হিংসা করালে তারি,
কেহ নাহি তার নিখিলে নিলয়ে
তমসে বাহিত তরী।
কৃপা করো নাথ কৃপায় তোমার
জাগতিক তমা তার,
কলি তার কালো করালতা দূর
দয়া করো অবতার।
গান্ডিবে তব নিখিলে ভুবনে
রক্ষ বধিতে তুমি,
নেমে এলে আজি ধরা তার কূলে
পূণ্য ভারত ভূমি।
চক্র তোমারি প্রকট করো হে
বিষ্ণু হে দেহধারী,
ছিন্ন করো হে রিপু তারি দল
হে দেব তোমারে স্মরি।
ভগবান রাম তব পুনঃ আগমন
শত কত বরষ পরে,
কেটে যাক তমা আলোকিত হোক দিয়া
জগতের প্রতি ঘরে ঘরে।
(ক্রমশঃ)