Sanjay Karmakar
Top Contributor · pdosSonter70i6f529t960417457lht1341lfm2ahu2m1185l09c78tuh03a ·
ধরা ধাম ভরিয়ে দিতে
হরিত তারি দ্যুতি
আয় সকলে প্রাণ খুলে আয়
আয়রে আজি ছুটি
সবুজ আজি গড়তে শ্যামল
পণ করি আজ চল
হারিয়ে দিতে গরল যাহা
বাস্প বিষের ঢল।
এই মেদিনী তোমার আমার
দিচ্ছে বাঁচার আশা
ফুল ও ফলে কতই মেলে
প্রেম আর ভালোবাসা।
শ্বাস বায়ু দেয় জীবন গতি
প্রাণের জ্যোছনাই
নদ নদী দেয় পানির ধারা
বাঁচার রসদ পাই।
উড়তে গগন পঙ্খ মিলায়
হৃদের আবেদন
আর না নগর গড়তে শহর
কাটবো না আর বন।
পলিথিনের পাহাড় গড়ে
আর না দূষণ ভাই
নদীর পানি মুক্ত রাখি
ভাবনা এমন চাই।