Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top Contributor · a day ago ·
ত্যাগের পণে জীবন রণে ছেঁড়া কাঁথায় থাকতে হয়
অ রে হরি বুঝায় ক রে কেনেই রে পণ এমন হায়!!
বাঁচতে হলি রাজার মতো
ধরবো না ক এমন ব্রত,
খুবলে খাবো এমন রবো-এমন হতেই মনটি ধায়।।
দীন দুঃখী দারিদ্রের প্রেম কি থাকে আহাম্মক!!
ধন ছাড়া কি মন ভেজে বল নারীর কোমল অঙ্গ ত্বক!!
কেষ্টা কলি কলির যুগে
প্রেম করে কি দুঃখ ভোগে??
আজ আধুনা ধূপ আর ধূনা-বেকার রে তোর বকর বক!!
প্রেমের নদে বান এলো আজ-দরাজ হলো দিল
এপার ওপার দুপার জোড়া দারুন হলো মিত আর মিল!!
হটাৎ হলো ছন্দপতন করালতার আগমনে
জীবনবোধে শেষটা ঘন আসলো শত শকুন চিল!!