কেউ একজন আমাকে নতুন আঙ্গিকে একটা তুখোড় কবিতা লিখতে বলেছিল। জবাবে তাকে আমি বলেছিঃ

Sanjay Karmakar
23 hours ago
  ·
তুখোড় কবি! কইতে গেলে তরীই ডুবে বানে
মাঝির বেহাল হয় গো হালৎ মন মাদলের গানে।।
মাদকতায় মন মদিরায় ঢোলক বাজে জোরে
বন বন বন শন শনিয়ে হৃদয়টা গো ঘোরে।।
ঘুর ঘুরানি হৃদয় আমার দৃ্ষ্টি ধূসর হয়
তাই তো কবি লিখতে তুখোড় বড্ড লাগে ভয়।।
তাও দেখি খুব চেষ্টা করে বিষয় টাতো দিন
পণ করেছি লিখবো সে খত বাজবে মধুর বীণ।।
যে বীণে দিন সুরজ মুখী সূর্য ওঠে পূবে
আর ঢলে দিন পশ্চিমেতে সুরুত করে ডুবে।।
চাঁদ মামা তার কিরণ শোভায় রাতের আকাশ তায়
জ্যোৎস্না ছড়ায় মন মদিরায় আলোর পানে ধায়।।
কাব্য তেমন রঙ ছড়াবে আলোক ঊষার বানে
চর্তুদিশায় দীপ্তি ছড়ায় তুমুল বিস্ফোরণে।।
দাও না কবি বিষয় টা কি!! কও না আজি চাই
দিব্য সুধায় লিখবো সে খত রাধার মিলন রাঈ।।