Sanjay Karmakar
Ssdrpntooegn8hit0J0wa11i250298cos70hti7h564cu599i9h452481au  ·

স্বদেশ আমার বিপথ গামী নিমজ্জনের পথে
ছল চাতুরী শঠ শঠতা চলছে দিন আর রাতে।।
শুধুই কী ছল! খুন আর গুম তাও কী রয় বাকি!!
নিত্য দিন ওই হচ্ছে খবর উড়ছে পরাণ পাখি।।
নিষ্পেষণের করাল ছায়ে ব্যথায় ধরা বীণ,
বল্গা বিহীন শাসন হেথায় নিত্য ফোটায় পিন।।
সিণ্ডিকেটের ছাতার তলে ওষ্ঠাগত প্রাণ,
প্রেম আর সোহাগ দিন কে দিন হচ্ছে অবসান।
আলু পটল উচ্ছে মূলো গরম দেখায় রোজই-
আমরা সবাই আমড়া যেমন অহি এবং বেজি।।
লড়াই করি আপনি আমি যেথায় লাগে রণ
আমিও হাঁদা আপনি দাদা খান্ত সেথায় হন।।
হনহনিয়ে চলছে জীবন গড্ডালিকার স্রোতে,
আর তো দিন নাইকো বেশি রইতে হবে পথে।।
আমলা কিবা গামলা বলো বোধের ঘরে জিরো
পেট পুড়ে দেশ খেয়েই ভাবে হচ্ছে ওরা হিরো।।
কেউ কি জানে কালের বাতিক যায় না তারে রোখা,
দেশ জনতা ছিঁড়েই খাবে বুঁঝলে ওদের ধোকা।।
সেই তো সুদিন-সুদিন আশে রইছি পথে চেয়ে,
আসবে কবে সেই সুনামি আসবে প্রবল ধেয়ে।।