Sanjay Karmakar
19m ·
গোলাপ যেমন সুঘ্রাণ ছড়ায়
তোর বিহনে আমি,
সুবাস তোর ওই মাতায় এ মন
তোর ঐ চরণ চুমি।।
প্রভাত পাখির কুঞ্জ বিতান
স্নিগ্ধ সরোবর,
আকাশ নীলে তোর ওই বিভায়
দুঃখ সকল ভুলি।।
জোয়ার যেমন ভাসায় সাগর
দু কূল বারি ভাসা,
ভব পারাবার পার হতে তুই
সুপ্ত মনের আশা।।
তোর ওই ফাগের জোয়ার জাগে
ছিন্ন মতি প্রাণে,
সুরের লহর তোর মহিমায়
ওষ্ঠে ফাগুন আনে।।
দু পল জীবন ঝঞ্ঝা পবল
সইতে এ হৃদ মন,
মগ্ন আমি সখ্য তোর ওই
তোর ওই আরাধন।
গোলাপ যেমন সুঘ্রাণ ছড়ায়
তোর বিহনে আমি,
সুবাস তোর ওই মাতায় এ মন
তোর ঐ চরণ চুমি।।