Sanjay Karmakar
rtSsoonpde49g0h93htt6M0ll51c8r3u6cic892268a1t98hh:33255·
একদম হক কথা নারী তারি নারীত্বে
সৃষ্টির আদি হতে কবি তুমি কহো কী যে!!
বংশের বাতি কোথা
মানো কিছু রীতি প্রথা,
আয় হরি নিয়ে আয়-ঢাক ঢোল শিঙা ডিজে!!
ঘোড়া রোগ
ব্যাঙের গ্যাঙর গ্যাঙ
বিয়ে বাড়ির গান,
বৃষ্টি এলো ঝুম ঝুমাঝুম
নাচলো খুখুর প্রাণ।।
বরের নাতি পুতি
খাচ্ছে লুটি পুটি,
মাংস পোলাও কোরমা খাবে
মাছের মাধ্যে পুঁটি।।
উঠলো তুফান বেগে
খুকির মাথায় রেগে,
বিয়ে টিয়ে পন্ড হলো
আযব ঘোড়া রোগে।।
যদি তুমি সুখে থাকো
তোমার অসুখ
তাতে আমার কী!!
আমি তো ভাই কাব্য লিখি আর-
লিখতেও থাকবো।
তবে যদি সুখে থাকো
তা আমার দুখ বড়ো-
আমি কামান
দাগবো।।