Sanjay Karmakar
a day ago
·
মসলা বাদ মাছ ও দিবেন ফেনা ভাত-ই খেলে
জল জলা মাড় খাবেন শুধু একটু লবন ফেলে।।
খেতে পারেন কয়লা কচু
যাবেন না কই বাজার পিছু,
খাইতে যদি নাই বা পারেন-জল দিয়ে নিন গিলে।।
বাড়ছে মানুষ প্রোডাকশনে-লাগাম তো নাই একটুক
দেশ হতে দেশ দেশান্তরে বাড়ছে কবি নিত্য ভুখ!!
আধেক মানুষ মরলে ধরা
রইবে না আর ভুখ আর ক্ষরা,
তাই করি রণ জনের সেবায় নাই রে কবি ইতনা দুখ।।
পাকা চাও তাও কি গো হয় নাকি সমাজে!!
(বর্ণ) মালা খুলে দেখ কত, (সেথা) দাড়ি কমা যে।।
খাদ কিলে সোনা গিণি
তারি চলে বিকিকিনি,
রণ ছাড়া গণ কভূ!! কাম নাই তোয়াজে।।
জগাই মাধাই!! নে রে হরি খোল করতাল ঢোল
পিছন পানে ছুড়ি ভুকায় (মুখে) বলবো হরিবোল।।
বুদ্ধি খানা বড্ড খাসা
তোমায় কবি ভালোবাসা,
যা দিলে এক জবর দিশা-(আর) খুলবে না (মোদের) পোল!!