Sanjay Karmakar
Top Contributor
· potdornSseiug041cgtga57f8u194ch1nmoil6wJ7ts4gch00t03u15h5tc ·
আর আছে দিন তিনেক বাকি
মিশতে ধারার সনে,
ভরবে আকাশ বাতাস ধরা
পদ্য গীতে গানে।।
রইবে না মন উদাস বায়ে
ভাঙতে শিবের ধ্যান-
কথার উপর চাপবে কথা
কাব্য আরাধন।।
চাঁদের পাহাড় সেই গড়েতে
রইবে এ মন হৃদ,
নানান রঙের চড়বে পারদ
কাব্যে বহুবিধ।
ব্যথার ধরা দূর গো ত্বরা
তিন হাত-ই আর বাকি
গগন পানে চোখ পেতে রই
উড়তে হৃদয় পাখি।