Sanjay Karmakar
onpedsrotS13lh0a5y18ta9n5:2Jg0l17l79fm591al9u06540u7r4m9·
বাঁশ ও দিল ফাঁস ও দিল বকুল গেল কোথা!!
স্ফটিক গেল দাঁত ও গেল ভীষণ লাগে ব্যথা।।
আর যা ছিল পটেক দুটো
সেই দুটোকেও করলো ফুটো,
টাকাও গেল বকুল গেল-ঘুরছে কবির মাথা।।
গল্পটা বেশ বুদ্ধি খাসা-হিন্দুরে কিঁউ ফাঁসাইলা
শান দিয়ে বেশ ঘিলু খাটায় ওর দোকানে মারলা ঢেলা!!
নিজের দিয়ে পরকে বুঝা
কবি তোমার করবো পূজা,
জাত পাতে ভেদ চলছে এমন-সব ব্যটা কই গবেট শালা।
আমগো লয়ে টানা হ্যাঁচড়া সাহস তো বেশ কম নয়
জীবের সেরা আমরা হ'লাম এমনটা কওয়া অন্যায়।।
হৃদ আর মনে আমরা সেরা
বোধের ঘরে আমরা ছেঁড়া,
ওরে পাগল সমীক্ষাতে; তিলোত্তমা পায় না ন্যায়!!
হতাশ কবি গাইছে গীতি মনের দুখে আলিন্দেতে
আমরা হরি ঘৃণায় তো নেই-যা বলে নেই বুক পেতে।।
ঘৃণ্য তো হই আমরা হরি
আমরা করি ছল চাতুরী,
তোমরা কবি কইলে কী যায়!! কাব্যে কি বা রোড শো'তে।।
মানছে হরি শ্রেষ্ঠ মোরা তাকত এবং পেশির জোরে
দুই হাঁড়ি দুধ মন্ডা মিঠাই দৌড়ে অ রে দে রে ওরে।।
আমরা দাদা পেশির জোরে
রইছি দারুন ঠারে ঠোরে,
সব জেনে কই রোজ ওই কবি-কেনই তোমার মন পোড়ে।।