ঘর ছেড়ে জঙ্গল মঙ্গল হবে বৈ!!!
বল যার কেড়ে খাবে রবে নাকো হৈ চৈ।
সাগরেতে যাতি হলি নৌকাতে বাইচে
মারামারি কাড়াকাড়ি হরি কাম খাইছে!!
অল্পেতে মন ভরি-গেলি গোল বাঁধবে
বাকি যত বেচে যাবে কেই তারি রাঁধবে!!
কও দেহি বাবু সাব মাথা খান ঠিক কি??
নাকি বাড়া খাড়া আজি পিছনের টিককি!!
টিক টিকি ঠিক ঠিক ই কইছিল কাল রাত
কাল আজি এসে গেছে প্রলয় কে নিয়ে সাথ।
(লেখাটি প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গত পরশু প্রকাশিত কবিতা,"আসছে সময়-৪" কবিতায় মন্তব্য দিতে গিয়ে লেখা। তবে মনে হলো একক স্বতন্ত্র রম্য রূপক ব্যঙ্গাত্মক কবিতা এটি হতেই পারে তাই শ্রদ্ধেয় কবি মহাশয় কে উৎসর্গ করে লেখাটি স্বতন্ত্র কবিতা হিসাবে প্রকাশ দিলাম)