Sanjay Karmakar
eodSspotrnlglil063u9o6hantu98322au5t0fuJ15h07w1i6h86stcg1c8 ·

মানুষ কি আর রাম আর লখন মন্দিরেতে মন!!
ধর্ম বেচাই কর্ম যাদের (তাদের) পাঠায় বৃন্দাবন।।
না হয় এবার বাঁচলি বামুন খাদের কানায় গেলি
মিলি ঝুলির পঙ্ক পাঁকে কর গে ঠেলাঠেলি।।

নিত্য দিনের পণ্য যাহা আকাশ তার ওই ভাও
সেই পানে নাই মনটি খোকার দিব্যি চালায় নাও!!
ভ্রান্ত দিশায় তলাশ তার ওই রাম আর হনুমানে
খিঁদের জ্বালা মিটবে কি আর চাইলে সে দিক পানে।।

(তাই জনতা)-
নরুণ দিয়ে নাকটি ছেটে-গোবর দিল লেপে
চারশো গেল পাট জাগেতে গাধার পিঠে চেপে।।
হারাধনের দশটি পোলা দশাশন ওই বটে
বেচতে এ দেশ লাভের খাতায় উঠবে এবার রথে।।

আজ দিনে কই গণ দেব তার বার্তা তারি শোন
লাট সাহেবি ছাড় রে খোকন দে রে এবার মন-
যেই খানে নাই দিনেই বাতি রাত্র যেথায় ঘোর
সেই দিশা তেই আলোক জ্বালা তাদের পায়েই পড়।

ধর্ম জাতের জড়ায় লেবাস আর যদি হোস কানা
ডুববে তোর ওই প্রমোদ তরী আগাছাতেই পানা।।
শরের ঘাতে বিদ্ধ হবি নিশান যাবে মিটে
দিলাম মোহর গালার সে সিল-আজ এই কাব্য পটে।।