কবিতার সমালোচক ও ফটাফট কটাক্ষ ও রুক্ষ কথা যারা বলেন তাদের উদ্দেশ্য এ লেখা। একটি ছোট্ট গল্প ছোট্টভাবে উপস্থাপনা করব আমার এ লেখায়।
একটি ছেলে যার চন্ডাল মত রাগ। সবাই পরিশ্রান্ত।যাচ্ছেতাই অবস্থা। তার বিরুদ্ধে অভিযোগের বন্যা বাড়িতে।
তার বাবা একদিন তাকে রাগ দমন করবার অভিপ্রায় তাকে বললেন,"বাবা তোমার যখন যখন রাগ হবে এ দেয়ালে একটা করে আচ্ছামত প্রেরেক ঠুকে দেবা"। ছেলে তাই করলো। কিছুদিন বাদে দেয়াল পেরেকে ভরে গেল। ছেলে বলল, "বাবা এবার কী করবো"। বাবা বললেন, "এবার যখন যখন রাগ হবে, যতগুলি পারবে পেরেক তুলে নাও"। এভাবে কিছুদিন কাঁটলো। একসময় পেরেক শেষ হয়ে গেল। ছেলে বাবাকে বলব, "বাবা এবার কী করব"। বাবা তাকে বললেন, "পেরেক যা তুমি রাগের বশে দেয়ালে ঠুকেছিলে তা সব তুলে নিয়েছো কিন্তু যে ক্ষতগুলি দেয়ালে হয়েছে তা কী তুমি কোনও দিনও মিটিয়ে দিতে পারবে। ছেলেটি সেদিন থেকে আর রাগ করে না।
প্রিয় কবি বন্ধুগন কিছু কঠিন বলবার আগে চিন্তা করে নিন, পেরেক তো ঠুকলেন তুলেও নেবেন, যে ক্ষত তৈরি করলেন তা আর মিটাতে পারবেন কী?
আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবি। আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার।