Sanjay Karmakar
·
আমরা ভাই নিজের বুঝি পরের দুখে নাই
কেউ যদি ভাই থাকলো সুখে-খুশি মোটেও নই।।
মুখে মধুর মধুর বুলি
অন্তরেতে শুধুই বালি,
কেউ যদি ভাই গর্তে পড়ে-সুখটা ভীষণ পাই।।
মরলে আবার কিসের জ্বালা প্রভু কি আর আছে!!
পাপের পালে লাগাই হাওয়া ভয় করিনে পাছে।।
ইহলোকের মত্ত মায়া
নাই গো মনে একটু দয়া,
দু-হাত ফেলায় লুট করে নি-থাকতে দুধে মাছে।।