টাকা!! কাকা কইবো কি আর-পকেট হলেই ফাঁকা
প্রেমের দেশে ধ্বস যা নামে-যায় না চোখে দেখা!!
স্বস্তি খানিক মিলে হাওয়ায়
তেমন কি আর খাঁবি খাওয়ায়!!
আর বলে বউ-শুধুই বলে-ঝাড়ুর বাড়ি সোহাগ মাখা।

শুধুই কি তাই হুদাই হাতাই শূন্য পকেট পরে
দূর হ ছাই দেয় না জায়া থাকতে রাতে ঘরে।
ঘর পোড়া গাই ভাইগে বেড়াই
রাত্রি বেলায় খাই গো চোলাই,
ধোলাই জমায় দেয় গো জায়া ধরতে জুদি পারে!!

ঈশ্বর!!
দূর হ শালা মরছে হ্যালায় একাল যুগের আগে
সত্য দ্বাপর ত্রেতার শেষে কলির অনুরাগে।
কলম কি আর এমনি চলে!!
লিখতে গেলে গলায় ঢেলে,
গুষ্টি মারি হ্যালার ব্যাটার- অনল সমান রাগে।