Sanjay Karmakar
19h
  ·
তাক ধিনা ধিন ধিন
শুধুই ঘোড়ার ডিম,
তা দিয়ে তা কুসুম কুসুম
আঁদা পেয়াজ পোস্ত রসুন
গোল্লাই চল যাই-

কি আর হবে পড়াই কিবা
নিত্য দিন ওই রাত্র দিবা
টেষ্ট-ই যখন নাই!!

ডিগবাজি চল খাই।
শ ম শহীদ ভাই।।