Sanjay Karmakar
  ·
ভোট আসে ভোট যায় কেহ কেহ গদি পায়
নেমে পরে সাধু বেশে চোরা তার ব্যাবসায়।।
পাশার ওই দান চালে
গরিবের কি বা মেলে!!
তবু তারা নাচে গানে-মধু পানে মেতে রয়।।

মিছিলেতে কত শত-হাজারের কোলাহল
ধুঁকে ধুঁকে মরে যারা যোগ দেয় দল দল।
বহু আশা লয়ে বুকে
ভোট তার সরণিতে,
ভোট গেলে আশাহত-মেলে শুধু হলাহল।।

(তাই)

রণ দামামা বাজাও ভেপু
উচ্চে ধরি শির,
মানবো না আর বিকার জ্বালা
মাতৃ ধরণীর।

ভ্রষ্ট যারা দুষ্ট পথে
তুষ্ট করে প্রাণ,
সাধুর বেশে তস্করেতে
লুটায় মায়ের মান-

ধ্যান। ধ্যান রে ও মা
(আজ) ওই পানে দেই ধ্যান।
ও মা আমায় দাওগো আশীষ
(তাদের) করবো হরণ
প্রাণ।।