Sanjay Karmakar
Top contributor ·trdpnsSoeo7igim:3rua3uue2eu07tuc0ecMmt14pAuS1lt31631cg3fb ·

"জীবনের টান"

জীবনের টান ভারি আলো তার রোশনাই
আলো ছায়া রোদ্দুরে জেনো তারে ভবে পাই।
কালো ছায়ে নাই দোষ
কোরো নাকো আপশোষ,
রাত কালো ঘন হলে তবে রবি আলো ভাই।

তাই নাই কান্নাই-হতাশা ও ব্যথা তায়
অশান্ত তরী তারি প্রাণ ঢালো বৈঠায়।
দুখ যত ভারি তবে
ত্বরা জেনো প্রাণ পাবে,
দুস্তর পারাবারে- পাল তুলি বহো নায়।।

"স্বাস্থই সম্পদ"

স্বাস্থই সম্পদ জীব তারা যত দিন
যতটুকু খাওয়া ভালো ততটুকু মুখে নিন।
বেশি খেলে ডানা মেলে
রোগ ব্যাধি প্রাণ খুলে,
তারি সাথে যোগ যোগে, গুন ভাগে ভালো দিন।

"ভাঙড়া"

হায় রে গোপাল!! চুল্লি তাহার তাপের বাহার বেশ
পাকছে পোলাও পড়ছে নোলাও পক্ক নেতার কেশ।
আম জনতা মাখোনভোগে
হিমসাগর ও ল্যংড়া যোগে,
ভাঙড়া নাচে আগে পাছে-নেতায় লুটে দেশ!!

"নেতাজী সুভাষ"

নেতাজী সুভাষ তাহার সুবাস বন্দে ভারত মাতা
বীরের দেশের তাজ যে তিনি তিনিই মোদের ত্রাতা।
ভারত ভূমি তোমার চুমি ধন্য তোমার ধন
সে ধন বুকে বইছি সে ঘ্রাণ তাহার অবদান।
দেশের তরে জীবন তাহার অমোঘ তাহার রণ
শ্রদ্ধায় মন হয় যে নমন-তাহার স্বাধীনতার পণ।