Sanjay Karmakar
Top Contributor ·
a day ago ·
আমি যেতে চাই তথা
যেথা মোর পূর্বপুরুষের অধিষ্টান
যেথায় ধুলি কণা তার
কণায় কণায়
আমি নিতে চাহি তরি ঘ্রাণ।
আমি নির্ভিক আমি দুর্দম
রক্ত কণায় লেখা
স্বদেশের বাড়া আছে কোথা আর
প্রজাপতিটির পাখা।
এ দেশ আমার পিতার পিতা
এ দেশ আমার মাতা-
এ দেশ প্রাণের স্পন্দনে বয়
আমার বংশ গাথা।
কোলে তুলে নিতে অবনীতে
কোথা আছো কোন জন,
মাগিছে সে জন বিরহী মননে
বঙ্গ মাতার তন।
তনুতে রণিত শক্তি সবল
মননে ললিত্ প্রীতি
গাহিতেছে কোন অচীন পুরেতে
স্বদেশ প্রেমের গীতি।