আর তো দিন-কয় টা বাকি
বুলবুলি আয় নিয়ায় ঢাকি
বাদ্যি বাজায় বাসর সাজায়
সুদ আসলে শুধবো বাকি।
তুই বাদ্যি বাজাস কশে
শিস বাজিয়ে তুমুল নেচে
ক্লেদ ক্লান্তি ভুল ভ্রান্তি-
দোষ আর রোষের অবশেষে।
আর তো দিন-কয়টা বাকি
দেখিস আবার দিস না ফাঁকি
পরীর দেশের নেশার বশে
বিহ্বলতায় আসন পাতি।
আর তো দিন-কয় টা বাকি
বুলবুলি আয় নিয়ায় ঢাকি
বাদ্যি বাজায় বাসর সাজায়
সুদ আসলে শুধবো বাকি।