Sanjay Karmakar
oSpsredont38ggtcuh1tug1u440612ua0731ag3f7ma49am76t8h77hc95lc ·
সৃষ্টি যখন পুষ্টি হারায়
মেজাজ হারায় ধরা,
ক্রোধের অনল আছড়ে পড়ে
রয় না মনোহরা।
ঝঞ্ঝা বাদল বাজায় মাদল
ঘূর্ণি উড়ায় চালা,
সাগর বারি রয় না স্তিতি-
মানুষ মরে মেলা।
রণের প্রীতি গাইছে গীতি
দেশ হতে দেশ দেশান্তরে,
মরছে মানুষ মরছে শিশু
নাশক বীণ ওই অন্তরে।
রক্ত লোলুপ দস্যু সকল
রক্ষ তার ওই নীতি-
কোমর কষে সমর প্রেমে
বক্ষে জাগায় ভীতি।
বোমার বিষে তপ্ত সীসে
নিত্য দূষণ চলে,
অবোধ মানব লাভের আশে
আকাশ স্থল আর জলে।
তাই ধরণী ক্রুদ্ধ আজি-
মেজাজ আজি হারা
ক্রোধের অনল আছড়ে পড়ে
রয় না মনোহরা।