Sanjay Karmakar
Top Contributor ·
5 days ago ·
পুরুত সুরুত বেশ তো সুরত
বেশ ধরেছো হাল
পাক্কা কথায় কই গো কবি-
গাধা গরুর দল।
রণেই মিলে রঙ এর মিছিল
বিপ্লবের ওই ভাবনা সুশীল,
বিদ্রোহের ওই আগুন জ্বালায়-
গুণতে হবে পল!!
আজকে না হয় কাল বা কালে-
মিলবে তবে ফল।
আম জনতা জাগলে তবে
সৌর কিরণ পশবে ভবে-
এই বসুধা স্নিগ্ধ শীতল -
দূর হবে শঠ খল।।