Sanjay Karmakar
Top contributor · 2d ·
শরৎ তাহার রূপের বাহার
দিয়াছে আজিকে মেলি,
সরোবরে দল কমল ফুটিলো
গুঞ্জনে প্রাণ অলি।
দাবদাহ দিন অন্ত তাহার
স্বস্তি খানিক প্রাণে
শিউলি দিয়াছে সুবাসিত বাস
শরতের আগমনে।
দিকে দিকে দল পুষ্প কোমল
ফুটিয়াছে থরে থরে
অধরে অমিয় সুধায় তাহারি
অমরাবতীর দ্বারে।
নির্মলতায় লতায় পাতায়
নীহারে নিকর তার
নির্ঘোষ তার বাতাস বাহিত
ক্ষণ আজি দেবতার।
আসিতেছে মায় মাতুলা আলয়
হরষিত আজি প্রাণ
চৌদিকে রব পুকার তাহার
সৌরভে তারি ঘ্রাণ।
সাজো সাজো রব মনের মলিন
জীর্ণ বসন ছাড়ি
নব পরিধানে সাজায়ে মুকুল
সজ্জিত নরনারী।
(কিছুটা অসুস্থ থাকায়, ব্রেনে সিষ্ট ধরা পড়েছে চিকিৎসা চলছে, সবার কবিতায় তাই যেতে পারছি না ক্ষমা করবেন)