Sanjay Karmakar
eopStnsrodt2g9621310Jm6999041092l4h31lt9ut93c3n2s632a2ho1w  ·  

জন্ম থেকে মৃত্যু বেশ খানিকটা পথ,
পরিক্রমায় একে একে আসে শৈশব যৌবন তারুণ্য
আর তারপর ব্যথা বিয়োগের গান।
ঠিক কতটা পথ!!
কালের হিসাবে তুচ্ছ হতেও তুচ্ছতর,
ন্যনো সেকেন্ডের হাজার লক্ষ কোটি কোটি ভাগের ও কম।
গগনচুম্বী মাইক্রোস্কোপ দিয়েও ধরা পড়বে না সেই সময়টুকু।
হায় রে মানুষ!!
প্রীতি সৌহার্দ্য ভুলে গিয়ে সেই কালটুকু ক্ষয় হয়
হিংসা, বিদ্বেষ, জাত পাত আর ধর্মান্ধতা দিয়ে।
ভেদাভেদ হানাহানির কালস্রোতে
রক্ত ক্ষয় হয় দেশ ও প্রবাসে।
যুদ্ধ আর আগ্রাসনে মেতেই শেষ হয় সেই ক্ষণটুকু।।
চির বিদায় নেবার আগে নতুন প্রজন্মকে তাই বলে যেতে চাই
মহাকাল সাপেক্ষে জীবন ক্ষণটুকু বিচার করে ঠিক কোরো
হিংসা বিদ্বেষ হানাহানি নাকি
প্রেম প্রীতি ভালোবাসায় উৎসর্গ করবে সেই লহমাটুকু।
এই শ্যামল পৃথিবীকে স্বর্গোদ্যান কি নরক বানাবে
তার নির্নায়ক তোমরা নিজেরাই।