Sanjay Karmakar
Top contributor
· oserdpotSn1tc98mtluh2hl41u0i4h010l55h4t7h98tugtmhtml9i97a25f ·
মমতা সে ধন নারীর ভূষণ নিলয়ে নীরবে বহে
তারি ছায়া তল স্নিগ্ধ শীতল কুলুকুলু স্রোত তাহে।
ব্রততী সে তার আকর্ষে তার বেধে ফেলা বৃত্তে
সর্বংসহা শত অসূয়া- সহে সে নির্দ্বিধায়ে।
হীনতা নাহিকো চিত্ত সদাই শুভাশুভ পানে চাহি
দশভুজা সে তো সেবাই ব্রত অপরূপে ফলদায়ী।
কদাপি ভগিনী গৃহিণী কভু সে জায়া রূপে সাথ তার
স্থলনে নাহিকো মরমে সে হৃদ শত ক্ষতে দীনতার।
মলিনতা নাই চিত্ত সদাই গৃহ সুখে ধ্যান তার
তারি লাগি মন মরম তাহার নহে স্বীয় বাসনার।
যাহা কিছু তার ঘর পরিবার আর কিছু নাহি ধ্যানে
মগ্ন সে রয় জননী জায়াতে সাথী তাহাদেরি রণে।
দীনতা যদাপি দংশনে তার দিশা হীন হয় গৃহ
ব্রততী সে ক্ষণ তরু শাখে ছায় স্বভাবে তাহার স্বীয়।
দীপ্তি সে তার সীমায় আকাশ অমোঘ সেথায় পণ
কলুষতা হীন নারীর সে দেশ করিও আরাধন।