Sanjay Karmakar
Top Contributor
· ·
দীন দুঃখী সর্বহারা
পথ ওই যাদের গতি
ভূমের প'রে লতিয়ে চলে
আকাশ তাদের প্রীতি।।
লতার ঘ্রানে ভূমির গানে
জীবন তাদের গড়া
আকর্ষতেই জড়িয়ে ভুবন
তাদের উঠা পড়া!!
সোঁদা মাটির গন্ধে জাগে
ঘুমিয়ে তারা পরে
শঙ্কা বিহীন ডঙ্কা তাদের
বিষাদ বিহীন ঘরে।।
স্বপ্ন তাদের মাটির প'রে
লতলতিয়ে চলে
হাতি ঘোড়া নাই গো তারা
তাদের আস্তাবলে।
যা আছে তা অঙ্গ ভূষণ
কিংবা আচরণ
প্রকৃতির ওই শুদ্ধ শুচিয়
তাদের বিচরণ।