Sanjay Karmakar
Top Contributor
· tSospdoreoh7cu12g6l2185l3wg1g3tsicm07ufn09aJ1ut4t18mm4l427·
নদীর বাঁকে স্বপ্ন আঁকে
দুঃখে ভরে মন,
আবহাওয়ার খাম খেয়ালে
হারিয়ে নদীর মান।
জল কখনো বাঁধ ভেঙে দেয়
খরার দহন কভূ-
বানভাসি হয় প্রলয় কভূ
প্রাণ হয় নিভু নিভু।
উষ্ণায়নের প্রভাব আজি
বদলে গেছে দিন,
অপ্রাণ বায়ুর আস্ফালনে
আজ ধরণী দীন।।
ক্লান্ত ধরা দূষণ তাহে
মলিন আজি মাতা,
ঘোর কলি তার প্রকোপ ভারি
কে হবে গো ত্রাতা।।
কেউ নয় গো আমরা সবাই
সজাগ যদি হই-
জীর্ণ যাহা দুষণ ছড়ায়
তার চেয়ে দূরে রই।।
কারখানা আর কলের গাড়ি
দূষণ রোধক কলে-
আর না ছড়াই কলুষ যাহা
শপথ তেমন নিলে-
শীতল হবে দীর্ণ ধরা
এই মেদিনীর প্রাণ-
রইবে সকল সুস্থ সবল
আর না হবে ম্লান।