Sanjay Karmakar
prsoodetnS:3acalemfPm8lrtvcfchflcm1190ttu20bto2l904e
1Mi3N  ·

উন্নত শির তটিনীর তির-কূলে আজি পণ তারি
বহু পথ ঘুরে নিলয়ে আপনি-শপথের নীড়ে তরী...।।।
তমা তারি গতে আজিকার প্রাতে তপনে মোহিত প্রাণ
বিরূপেতে যত পেয়েছিনু ক্ষত-আজি দিতে তারি প্রতিদান।।
বাহুতে বাহুতে শক্তি আজিকে শিরায় শিরায় বল
যারে তুমি নিচে ফেলেছিলে পিছে পিষিয়াছ ফুল দল...।
সে দল আজিকে অঙ্গারে তার বহ্নি ছড়ায়ে তারি
কোমলতা আজ পেষণে কঠিন পাষাণ হয়েছে ভারি।।
হেরিছো কি তারে দুর্বার তার ঘোষিতেছে রণ ভেরী
বহু পথ ঘুরে নিলয়ে আপনি ভাসায়েছে রণ তরী...।।
কৃপাণ তার ঐ হস্ত শোভিত করতলে কটি বাসে
সিংহনাদিনী আজি বিনাশিনী-তায় ধরণী কাঁপিছে ত্রাসে...।।
রক্ষক আজিকে রক্ষ হরিতে বধ্যভূমেতে তারি
বহ্নি বাড়িতে দাবানলে তার রক্তবীজের অরি...।।
তমা তারি গতে আজিকার প্রাতে রক্তিম আভা তার
কবি লিখে যায় কালায় সাদায় বীর গাথা শূরতার।।

বিঃদ্রঃ লেখাটি আসরের প্রিয় কবি শ্রদ্ধেয় শাহানারা মশিউর মহাশয়ার প্রতি সৌজন্যে লেখা।  লেখাটিতে শোষিত বঞ্চিত অত্যাচারিত নারীর পুনঃজাগরণের চিত্র অঙ্কিত হয়েছে।