Sanjay Karmakar
oeondtSprs450665tt3ftushc3gw060u20inggu16J17gt3ot51ftt14lci  ·


সংমিশ্রণ ভারি বর্ষণ তাই মানবতা গেছে ধুয়ে
অঙ্ক মিলেনা মেদিনী আজিকে পরিবেশ তার ভূ-এ।
তপ্ত মেদিনী মলিন বদনা বসনে ভূষণে তার
দীনো জনে রাজ রাজত্বে তার হলাহলে একাকার।
প্রেম পরিণয় আজি আঙিনায় বর্ষণে গেছে ধুয়ে
মিল মিত নাই অরি শুধু পাই মিতালী নাহিকো দুয়ে।
অহিকূল সবে আজিকার ভবে তক্ষক করে বাস
ক্রোধিত মেদিনী শোধিতে সে ঋণ ই রুধিতেছে নিশ্বাস।