Sanjay Karmakar
Top contributor · Yesterday at 7:30 PM ·
চন্দ্র মোদের হাতের মুঠোয় বিক্রমে তার ঘটা
বিশ্বে আজি চমক তারি প্রজ্ঞানের ওই ছটা।
চলছে রোভার চন্দ্র সভার-মানিক সে তো আজ
হাজার তারার আলোয় ভরা চলছে ভারত রাজ।
রাজার দেশে ইথার ভেসে চন্দ্রে যে মোর মন
ধন্য আজি জগৎ সভায় ধন্য মায়ের মান।
রাজার দেশে ইথার ভেসে চন্দ্রে যে মোর মন
ধন্য আজি জগৎ সভায় ধন্য মায়ের মান।
ইসরো তার ওই কৌশলেতে জয়ীর বেশে মাতে
সকল দেশের সেরার সেরা বিজ্ঞানের ঐ খাতে।
স্বপ্নলোকের মামার সে দেশ বাস্তবতায় আজি
প্রাজ্ঞ ভারত তার সেনানী ইসরো তার ওই মাঝি।
চল রে তারায়, তারায় তারায়-সূর্যি মামার দেশে
কোন সে স্থিতি নিহিত তথায়-কোন সে দিশায় মেশে।
আন রে সে জ্ঞান মুক্তো মানিক বিশ্ব মাঝার তায়
হাস্যে আজি লাস্যে কোমল-হাসছে ভারত মায়।
দুই-শো বছর ব্রিটিশ রাজে-লুটলো যে ধন তারি
তার চেয়ে অধিক সে ধন লুটায় মা-এর পায়ের প'ড়ি।
বিবশ আমার মন যমুনায় ঊর্মি মালার হেথা
বক্ষে যে মোর গর্ব অনেক ভারত আমার মাতা।