পেপার চুরি পেপার চুরি ভীষণ বিসম্বাদ
খবর গেছে লোপাট হয়ে
কাঁপছে সবাই বড্ড ভয়ে,
কে করেছে খবর লোপাট কোন সে জনায় বদ।।
সকাল সকাল পেপার চুরি ভীষণ বিসম্বাদ।।
চলছে তলাস হর টেবিলে
চলছে মিটিং গোল টেবিলে,
কেউ বা কাঁদে কেউ বা হাঁপায়-কেউ করে আর্তনাদ।
পেপার চুরি পেপার চুরি ভীষণ বিসম্বাদ।।
ক জন ম'লো কুম্ভ মেলায়
জনগনের পায়ের তলায়,
কই সে খবব পাইবো কেমন সে সব জিভের স্বাদ।।
পেপার চুরি পেপার চুরি ভীষণ বিসম্বাদ।
কত তাজা প্রাণের বলি
কবে রঙ্গিন ফাগের হোলি,
কয়টা গেলো ধর্ষণে প্রাণ-তার তাজা তাজা সংবাদ
সকাল সকাল পেপার চুরি ভীষণ বিসম্বাদ।।
পরকীয়া প্রেমের বলি
বর হলো তার চোখের বালি,
প্রেম করে প্রাণ ফাঁসের দড়ি-শ্বাস ওই গেল বাদ
সকাল সকাল খবর লোপাট ভীষণ বিসম্বাদ।।