কাজের চাপে আর ডাক্তারের পরামর্শে আমি এখন কবিতা থেকে একটু দূরেই থাকি কারণ আর কিছু নয় এতে এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিলাম বিগত দুই বছর যে আমার কাজকর্মে আর ব্যাবহারে অসলগ্নতা ছেয়ে ফেলেছিল। আমি আমার কাজকর্ম ভুলে যেতাম আর সবকিছুতেই ভুল করে ফেলতাম। আমার ব্যাবসাপাতি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। আর তা বুঝতে পেরে আমি সাইকিয়াটিস্ট এর পরামর্শেই এখন চলি। আর যেটুকু সময় এখানে দেই হালকা শিশুতোষ বা রম্য রচনাতেই তা দেই। বেশি মাথা খাটাতে বা আবেগের অতিশার্য্যে ডুবতে চাই না। আমার তো আর রবি ঠাকুরের মত রাজপাট নেই যে দিন রাত ডুবে থাকবো তাতে।অগত্যা সুস্থ না হওয়া অবধি এমনই হালকা লেখা লিখতে থাকবো। রম্য , হাসির লেখা, শিশুতোষ কবিতা তাও দিনে সময় মাত্র দুই ঘন্টা। এই সময়েই আমাকে অন্যের লেখা পাঠ করতে হবে আর রাতে রাত ১২ টার পর নিষেধ। আপাতত তাই মেনে চলছি। আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবো। ততদিন আপনাদের সহযোগিতা কামনা করি।
আলোচনাটি ৮৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/০৯/২০১৯, ১৮:০৩ মি: