Sanjay Karmakar
Top contributor
  ·ooStsrendp67f10h1g015f8hm4660t249789chat5fttgli1h14898hfl0t4 ·

সফলতার শিখর পানে সোপান সে তো রুঢ়
ঝঞ্ঝা তুফান বজ্র বারুদ সেথায় থাকে জরো।
সেথায় পাড়ি! থমকে পড়ি দু-পায় পড়ে বেড়ি
আঁধার তমায় ঘনায় এ মন পড়লে তথায় দাঁড়ি-
আর পারাবার উপচে দিশায় ভ্রষ্ট যে হয় নীড়
আগাছার ওই রুদ্ধ পানায় শীর্ণ কায়ায় নীর।

ভিন্ন রাহে জীর্ণতার ওই লেবাস গায়ে তার
বিবিধ ধঙ এর রং মিশালির শোভায় সমাহার-
রঙ এর মোহে সে পথ গ'লে ব্রাত্য সেথায় প্রাণ
জিঘাংসার ওই লিপ্ত শিখায় হিংসা দ্বেষের রণ।।

যে জন ঝোঝে ঝঞ্ঝা তুফান বজ্র বারুদ পথে
সফলতার শীখর ধবল আপ্ত তার ওই বটে।