১। অভিসারের প্রস্তাব নিয়ে এলে একটা পাখি নদীর ধারে
গলে গলে হেমলক জ্যোৎস্না হয়ে যায়।

আমি তার পালকের মায়ায় পড়েছি একটু একটু...

২। অন্য এক আগুনের তাপ জমাট প্রতিহিংসার।
পাপ নামছে পৃথিবীর যত সান্ধ্য চুলের অহংকারে।
এইখানে একদিন
ডুবে যাব শবরীর ধ্যানে,
দোয়া-দুরুদ পড়ছি,
পার্থনায়-ক্যারলে
ভেঙে ভেঙে আসছে
ওঁ শানিত ওম
সিঁদুরসর্বস্ব মেঘের আলতা-কুমকুম
উলুধ্বনি আজ

সবই প্রভুর নামে।

এভাবেই কপট প্রেমের ছলে ধোঁকা দেয় অনেকেই । জ্যোছনার আলোকের মতই প্রেমের বান ছুটায় আর প্রিয় হয় মহিলার।

ততদিনে সেও তাকে বিশ্বাস করে ফেলে আপদ মস্তক।

২। সে কি জানে কত বড় প্রতারণার শিকার সে। পাপ আজ বাপকেও ছাড়ে না। ধর্ম কতকথা সেখানে ব্যার্থ হয়। শান্তির ওঁম শব্দ সেথা প্রহেলিকা মাত্র। কুমকুম উলুধ্বনি আজ মানে সর্বত্রই একই চিত্র।

এমন সুন্দর মানবিক উপলব্ধি আর লেখবার জন্য প্রিয় কবিকে জানাই আন্তরিক অভিনন্দন।