Sanjay Karmakar
Top contributor
· ·
গঞ্জ সে ছোট এক-একচালা তার
খড় দিয়ে বাঁধা চালে সাধা মোর ঘর।।
সারি সারি বাড়ি তারি-পরে মাঠ খোলা
শাল বীথি বন তরু মনে দেয় দোলা।।
মাঠ পরে আছে তারি দীর্ঘ সে দীঘি
আছে ভোলা দ্বারী সে তো বড় বদরাগী।।
মাছ পালে মনিবের ভৃত্য সে এক
দীঘি পানে কেহ গেলে করে বকবক।।
গাই গরু বাঁধি মোরা মাঠ তারি প'রে
কুড়ায় গোবর মাতা আনে থালা ভরে।।
দুই হাতে চাপি তারে বেড়া প'রি দেয়
রোদ্দুরে ঘুটা হলে-হেঁসেলেতে নেয়।।
আর আছে মাঠ ক্ষেত কৃষি চাষ তারি
গরু দিয়ে হাল মারি গোল গোল ঘুরি।
স্নেহ দিয়ে রাখি ক্ষেত সোনা ফল ফলে
আঙ্গিনাতে বাঁধা মাচা লাউ তাতে ঝোলে।।
স্নিগ্ধ সে গ্রাম মোর হৃদয়ের আঙ্গিনায়
মমতায় বাঁধা সে তো-বড় ভালোবাসি তায়।।