Sanjay Karmakar
Top contributor · 16h ·
বুলবুলি তুই কুথায় গেলিস
দ্যাখ না এদিক কান্ড ভাই
ধন ধান্যে পুষ্পে ভারত
চল না আজি রং মাখাই।
পুরান যাহা পরের দেওয়া
নাম ভাঁড়িয়ে আর হবে নি
তাই বলে কি বাদ পড়িবে
ভারত হতি বর্ষ খানি!!
শিস বাজিয়ে দে না ও ভাই
নরেন খুড়োর কানটা ভর
ল্যাজ গুটিয়ে থাকিস না আজ
ও ভাই কিছু কর্ম কর।
এ পথ গলি ছাড় তো আজি
মন রে মনা নাই রে ভালো
ভারত হতি বর্ষ ক্যামন
হট্টগোলে হারিয়ে গেল।