সিঁদ কাটি

বিবেকের বলিহারি দিতে মোরা ভালো পারি, জুতসই
ভেবেছো কি গুতো দিলে- অত মোরা সিঁধে নই।
সিঁদ কাটি দু কাঠির
দাঁত আর কপাটির,
জোরে চলি জেনে রাখো-বলছি গো পই পই।

পণ

শুধু নিব নাহি দিব আমাদের পণ গো
বাড়ি গাড়ি বিষয়ের প্রেম প্রীতি টান গো
আর সবে যাক ভোগে
মরে যাক রোগ টোগে,
আগা খাব গোড়া খাব কান কেনো টানো গো!!

নাচছি

একদম তাই তাতা ধিন তাই- নাচছি
দিন কাল ভালো নাই মেহনতে বাঁচছি।
জোর যার মুলুকেতে
ভালো নাই অঙ্কেতে,
কেড়ে কুড়ে রেঁধে বেড়ে জাঁহাপণা খাচ্ছি।

দয়া করো

সেই ভালো পাপ কালো বিলিনেই মুক্তি
দয়া করো আল্লাহ দিও বুকে শক্তি,
পাপ ক্ষয়ে ক্ষয়ে লীন
হতে চাই প্রভূ দীন,
দীনোজনে দয়া মাগে, চাহে অবলুপ্তি।