Sanjay Karmakar
October 3 at 10:41 AM
·
আমার জানা একটি বুড়ো নলেন গুড়ের খাজা
হর রোজেতে চিঁবান তিনি তার সাথে খান গাজা।।
সিদ্ধি ভাঙ এর বড়ায় জেনো তার যে বেজায় শখ
না পেলে মন পাগল পাগল চিঁবান নিজের নখ।।
ডিগবাজি খান দশ দুগুনে দশের কোঠায় নয়
ঝাপিয়ে পড়েন খালের জলে তার লাগেনা ভয়।।
উচ্ছে বেগুন পটল মূলো তার লাগে না ভালো
গিন্নি তার ওই রাঁধেন বাড়েন রঙটা ভীষণ কালো।।
খড় বিচুলি যা পান হাতে তার ঐ রাঁধেন ঝোল
তার সাথে দেন গুগুল শামুক বুড়োর মিটান লোল।।
রাত হলে তাল টালমাটালে ঘোরেন বুড়ো পথে
তার সাথে পাঁচ আটেক কুকুর ল্যাজ নাড়িয়ে জোটে।।
দেখবে নাকি সিদ্ধি বুড়ো চট করে ফট আসো
বুড়োর সাথে দুদিন না হয় আকাশ মানে ভেসো।।