Sanjay Karmakar
Top contributor
  ·   ·
শ্রাবণ মানে অঝোর ঝরা
বাদল তার ওই মুর্ছনা,
শ্রাবণ মানে সৃষ্টি সৃজন
কনক তার ওই বীজ বোনা।।

আষাঢ় শ্রাবণ যদিও প্লাবন
দু কূল ভাষায় বানভাসি,
তবুও শ্রাবণ প্রাণের দোলায়
শ্রাবণ বড়ই ভালোবাসি।।

শ্রাবণ ভাঙে শ্রাবণ গড়ে
ফল্গু তার ঐ প্রাণের ধারা,
শ্রাবণ বিনে নাই কো খরিপ
শস্য তার ওই মন ভরা।।

দৃষ্টিলোভা পুষ্পরাজি
ঝর্ণা তার ওই উছল স্রোত,
উজ্জিবনে প্রাণের বীণে
হৃদয় ধারায় ওতপ্রোত।

বাদল ও তার বজ্র বারি
চুমেয় আমায় টিনের চালে,
সেতার নুপূর বাজিয়ে তথায়
সেই বারতাই যায় যে বলে।।