Sanjay Karmakar
Top Contributor
· · "I"
আজ এসেছে শিবের রাতি জল ঢালি চল লিঙ্গে মাতি
পরম পুরুষ শিব যে মোদের এমন যেন হয় রে পতি!!
ছাই পাশ সব মাখবে গায়ে
গাজা ভাঙ-এ লিপ্ত র'য়ে,
আর আকাশে উড়বো সুখে-পরকিয়ায় রইতে মতি!!
(II)
বড্ড ব্যথা দিলেই মুনি-মানবতা চাইলে তুমি
সৎ সত্য বিজয় পেলে আমরা কোথায় পাইবো ভূমি!!
কও তো দেখি-ছল চাতুরি, নাই যদি বা রয়
শ্যামল ধরা মলয় বায়ু হটাৎ যদি বয়-
অঙ্ক কষা জটিল হবে আমাদের ওই প'রে
এমন হিসেব সত্য সরল-বলছি বোলো না রে!!