Sanjay Karmakar
Top Contributor
  · Just now  ·

(I)

তাই কি শুধুই শ ম শুধাই
অফিস টপিস গেলে
পিয়ন থেকে অপিস বাবু
হাত খান দেয় মেলে!!

দিলে ভালই নইলে কলা
দিনের পরে দিন
ঘুরতে থাকি সবই ফাঁকি
মেলে ঘোড়ার ডিম।

গালামালের বাজার গরম
মজুতদারের গোলায় ভরা
ব্যাগ হাতে ভাই বাজার গেলে
চোখ খানি হয় ছানার বড়া।।

ভোট এলে কুছ রঙ তামাসা
রাজাকারের ভেলকি দেখি
এই কি মোরা স্বাধীন দেশের
মিষ্টি সুরের স্বাধীন পাখি!!

(II)

চল রে চলি জয় মা কালি
চন্ডী তারে ধরি-
ঢাল তরোয়াল শান দিয়ে তা
যুদ্ধ শুরু করি!!

এক কোপে ধড়-ফেলবো তলে
দুই কোপে তিন চার-
মারবো রে চল দ্রোহের অনল
মারবো হাজার বার।

আমলা যত গামলা বানায়
হিসেব নিকেশ করি
ভ্রষ্টাচারের জড় উপড়ে
বাংলা সোনার গড়ি।