Sanjay Karmakar
esSdnproto09f2u69u21gcntaht7il0wuh814i560u579048os8a80t198J·

ঢ্যঙ কুড়াকুর বাদ্যি বাজে শরৎ এলো দুলে
শরৎ শিশির নাইলো তৃণেয়; প্রাঙ্গণ শিউলি ফুলে।।
মলয় বায়ু বইলো আকাশ-তারায় তারায় ভরা
কাশ বনে দোল বাতাস খেলে দারুন মনোহরা।।
কৌলাসে মা ঘর পরিবার মর্তে আগমন
নতুন পোষাক বস্ত্র বিধান খুশির দোলে মন।।
পাড়ায় পাড়ায় ঢল নেমেছে মণ্ডপের ওই কাজে
করতে বরণ আসছে দেবী অপরূপার সাজে।।
দশটি দিবস অন্ত কালে ফিরবে যে মা ঘরে
আসছে মাতা তার পরিবার অসুর নিধন তরে।।
মাগো তুমি পারবে কি মা মনের অসুর কলি
আজ বারুদে রক্ত ঝরায় করতে মানুষ বলি।।
সেই কালিমা এবার মোছো ও মোহিনী মাতে
দশটি দিবস রণেই মেতে দশটি তোমার হাতে।।