Sanjay Karmakar
dSoerpotsn8y0c7aY93ir0att3mgM54A9t:a01ge3es8 dchtu50387h5m·
বন কেটে সাফ শহর গড়া-কংক্রিটের ওই জঞ্জালে
বৃষ্টি রানী রাগ করে আজ-আর আসেনা পাপড়ি মিলে।।
দুই মেরুতেই গলছে বরফ
আসছে পানি শহর তরফ,
খুব আর দেরি নাই রে কবি-সাগর পানি উঠবে হিল(hill) এ।।
ঘর ছাড়ায়ে সুদূর প্রবাস দৃষ্টি কবির গেছে হরি
মোড়ল দাদার কোমর ধরি করছে পেনেই মারামারি।।
ও দাদা খুব সত্য কাহন
তোর কথাতে হচ্ছে দহন,
রক্তে রে দা সেই অনলে-উঠলো যে আজ তুফান ভারি।।
রণ ওই জীবন রণ হতি ক্যান অব্যাহতি; চাইছো কবি হৃদ খুলে,
কেনই তুমি চাইছো ছুটি হেথায় আসর পথ ভুলে!!
শিক্ষা তোমায় দিলাম কতই
তাও জাগেনা তোমার বোধ ওই,
বাঁচতে জীবন রণ করি তাই চাইনা যেতে শ্মশান তলে।।
চিনছে কবি দ্যাখ রে হরি-চিনছে মোদের বেশ
গোঁফের তলে ক্রুরতার ওই মোদের ছদ্মবেশ।।
তা কবি তা দেও গো তাতে
রইবো মোরা দুধে ভাতে,
আর হাভাতে কাঙাল সাঙাল; ছিঁড়ুক না হয় কেশ।।
ভুল পথে কবি ঘটে ধন তারি প্রাপ্তি
সেই জ্ঞানে বারো মাস-ই মেরে থাকি ঘাপটি।।
আর যারা পিছে পড়ে
জেনো তারা পচে মরে,
কেনো কবি আমাদের নিবে ধরো মাপটি।।