Sanjay Karmakar
spootdSnre1mgm675c317l2l310cl1538g8mm7h080iattlhtl9gaimf3u70 ·

ভয় লাগে মা বলছে কেমন
মটকে দিবে ঘাড়,
চল মা পালাই পিছন পানে
হই গো পগার পার।

দুইটি কুসুম বলছে বটে-
মুখেই ও মা তা কী,
দাঙ্গা ফ্যাসাদ খুন আর গুম
ও সব কী মা মেকি!!

ও মা তোমার চোখের জলে
কেনই কপোল ভেজে,
ভয় নেই মা ওমা তোমার
সূর্য সমান তেজে-

পালিয়ে কেনো যাবই বলো
ধরবো কৃপাণ হাতে,
রণ দিব মা সাধ্য সাধন
দিলাম কথা প্রাতে।।