Sanjay Karmakar
Top Contributor· etsdSnoproc149i752h0t4h4g75a15mu4ai3977uha146g514u6258u9aa76 ·
হায় হায় রব উঠে কবি গোল কবিতায়
কেঁদে কেটে দিন সারা-কালি মাখে তার গায়!!
দশ গাঁয় হলো জানা
বলে কালা নাকি কানা,
তাই তরী করি ফেরি-পিছে হাঁটে পায় পায়!! কবিতায়।
খাইসে হরি ক্ষেপসে কবি মন ভরে নি পেনের নিবে
আগুন জ্বালায় সাদায় কালোয়-বলতো আভি কি হবে!!
থাকতে সময় মাথা ঘামায়
কর্ম করিস নইলে বোমায়-
ঝলসে দিবে বদলা নিবে-কইতেসে রে দারুন রবে!!