"ও গেঁয়ো তুই ধরলি টিকি"
এই তো রঙিন ভুবন মোদের রক্ত মোদের নেশা
ভক্ত মোরা চোর আর চুরি জাতার কলে পেষা।
ও গেঁয়ো তুই ধরলি টিকি
গিলবি নাকি একাই ঢেঁকি,
চাল ছাটানি ঘাট কামানি-করবো তোর ওই দশা।
"খাইসে হরি"
খাইসে হরি কস্সে কবি ন্যাতা দাদার ভজন কর
রাত্র দিবায় স্মরণ করি হুমড়ি খায়ে পা'টা ধর।
প্রভু জেমুন পাইলে পূজা-মাটির মূরত কি বা দেয়!!
তেমনি ভাবি ভাইবা হরি-তার পিছনে খাইটে মর।
"তপোনীড়"
কোলাহলে জাগে দিন রাতি তারি জোনাকির
চাঁদ তারা ফোটে কাশে স্নিগ্ধ সে তপোনীড়।
নদী বহে কুলুকুলু অজয়ের খাতে তারি
তীর হতে কিছু দূরে ছোট ছোট ঘর বাড়ি।
বাটি তারি আঙিনায় গোলা দুই ধান ধরা
গরু আছে গোয়ালেতে গ্রাম মোর মনোহরা।
"শ ম সাহেব ক্ষেপেছে"
শ ম সাহেব ক্ষেপেছে
আঙুল তুলে বলেছে
তারস্বরে!!কোথায় ওরে
বজ্র পড়ে, ধর তো ওরে।
কোথায় তারা?? হতচ্ছাড়া
খুন্তি হাতা, নাড়াচাড়া।
আর কে সাথে?? নরুণ হাতে
মারবে সকল আজ প্রভাতে,
সদলবলে জল আর ভাতে।