Sanjay Karmakar
Top contributor
  ·
about an hour ago  ·

শক্তি কি আর ভূজেই রয় শক্তি সে তো হৃদে
সেই ধনেতেই সিক্ত নারী পুরুষ অপরাধে-
সে ধন বিনে রিক্ত ভুবন
নাই রে ভবে আষাঢ় শ্রাবণ,
নির্যাতনে সেই রতনে-ধ্বংসের নাদ সাধে।

রিক্ত নারী রিক্ত নহে হৃদ আকাশে তার
সৃষ্টি সৃজন তাহার ব্রত মহান তাহার দ্বার।
মা জননী আর ভগনী
মায়ার আকর রূপেই মানি,
দেবীর দেবী সে জন তারা-ধরার অবতার।

(প্রিয় কবি ড. শাহানারা মশিউর প্রতি উৎসর্গীকৃত। লেখাটি এতটাই ভালো লেগেছে যে একক  কবিতা হিসাবেই এটি আসরে প্রকাশ দিলাম।)